বাংলাদেশি শিক্ষার্থীরা শিগগির চীনে ফিরতে শুরু করবেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৭ আগস্ট ২০২২
দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে চুক্তি সই অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও ওয়াং ই/ছবি: ফেসবুক

করোনা মহামারির কারণে দেশে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের শিগগির চীনে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

রোববার (৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

china-2

সূত্র জানায়, মোমেনের সঙ্গে বৈঠকে আলোচনায়ে উঠে আসে শিক্ষার্থীদের প্রসঙ্গটি। এসময় ওয়াং ই শিগগির বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এজন্য দ্রুতই ভিসা ইস্যু শুরু হবে বলে জানান তিনি।

দুদিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় আসেন ওয়াং ই। এদিন বিকেল ৫টার দিকে তাকে বহনকারী প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর এই প্রথমবারের মতো চীন থেকে উচ্চপর্যায়ের একজন রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ঢাকা এলেন। এর আগে ২০১৭ সালের নভেম্বরেও ঢাকা এসেছিলেন ওয়াং ই। তবে সেটি ছিল রোহিঙ্গা বিষয়ে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।