যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয়নি : মেনন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা কখনো মেনে নেয়নি। কোনো দিনও তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারে না।
বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পর্যটনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্বাধীনতার পর থেকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিশ্বে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে পরিচিতি পেয়েছে। এখন তারাই আবার বাংলাদেশে জঙ্গি আছে- প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। দেশি-বিদেশি মদদে বাংলাদেশে জঙ্গিবাদ ও মৌলবাদ মাথা চাড়া দেয়ার চেষ্টা করেছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে বিদেশি ও মসজিদ মন্দিরে হামলা শুরু করেছিল। কিন্তু সরকার তা দমনে সফল হয়েছে।
পর্যটনমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বৈষম্য দূর করতে হবে। কৃষক, শ্রমিক, ভূমিহীন এবং আদিবাসীদের অধিকার বাস্তবায়ন করতে না পারলে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। যদি কৃষকদের বঞ্চিত করা হয়, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না দেয়া হয়, তাহলে আমাদের দেশের অর্জিত সকল সফলতা ম্নান হবে।
দেশের একটি অংশকে পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এ কারণে ভূমিহীন খাস জমি এবং প্রকৃত মৎস্যজীবীদের সরকারি জলাশয়গুলি বরাদ্দ দিতে হবে।
তিনি বলেন, পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন চালিয়েছিল। তারা আমাদের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করেছিল। এখন আদিবাসী ও সংখ্যালঘুদের জমি দখল করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু আদিবাসী ও সংখ্যালঘুদের রক্ষা করতে না পারলে সেই সংগ্রামের সফলতা আসবে না।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহামুদুল হাসান মানিক, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী, ঠাকুরগাঁও-০৩ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য মো. ইয়াছিন আলী প্রমুখ।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর