রাজধানীতে এসবি কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৭ আগস্ট ২০২২
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে নীলা আক্তার হাসি (৩৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশীদের স্ত্রী। নীলা পাবনার সুজানগর উপজেলার হাসেম আলী শেখের মেয়ে।

শনিবার (২৭) খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ১১ নম্বর রোডের ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নীলা আক্তারের স্বামী বজলুর রশীদ সিটিএসবির মেকানিক্যাল শাখায় কর্মরত।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘খিলগাঁও তিলপাপাড়ায় ভাড়া বাসা থেকে নীলা আক্তার হাসির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সকালে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।’

তিনি বলেন, ‘ওই নারী দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন।’

নিহতের ভাই আব্দুল বারী বিপ্লব বলেন, ‘আমার বোনের মানসিক সমস্যা ছিল। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই।’

টিটি/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।