চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ৩১ আগস্ট ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারিতে ট্রেনে কাটা পড়ে সাইমন আল সাদী (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারি পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইমন হাটহাজারির ধলই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় কাটিরহাট মাদরাসায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

হাটহাজারি রেল স্টেশনের স্টেশন মাস্টার জয়নুল আবেদিন জানান, রেললাইন পার হওয়ার সময় মাটিয়া মসজিদ এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ছেলেটি মারা যায়। হাটহাজারি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ইকবাল হোসেন/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।