শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুরে দগ্ধ বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার তিন এসআইসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর শুক্রবার ওসিকেও প্রত্যাহার করা হলো।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হাসান সরদার জাগো নিউজকে জানান, বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে একই ঘটনায় প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হচ্ছেন, শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান, শ্রীধাম চন্দ্র হাওলাদার, এসআই নিয়াজউদ্দিন মোল্লা, সহকারী এসআই জোগেন্দ্রনাথ ও কনস্টেবল জসীমউদ্দীন।
একই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে দুটি কমিটি গঠন করে পুলিশ। এর মধ্যে একটি পুলিশের মিরপুর বিভাগ এবং অপর কমিটি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেড কোয়ার্টার্স।
পুলিশের মিরপুর বিভাগের তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত ডিসি মাসুদ আহমেদ ও সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন। ডিএমপির তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে ডিসি (ডিসিপ্লিন) টুটুল চক্রবর্তী।
উল্লেখ্য, বুধবার রাতে শাহ আলী থানা এলাকায় চাঁদা না দেয়ায় পুলিশের বিরুদ্ধে চা দোকানি বাবুলের শরীরে আগুন দেয়ার অভিযোগ উঠে। দগ্ধ বাবুল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
জেইউ/এএইচ/এমএস