কেবল শিশুদের বই নিয়েই মেলায় তারা


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

ছোট্ট সোনামনি তাসফিয়া। প্রাণের মেলায় এসেছে তার চাচার সঙ্গে। ভাল করে না বুঝলেও সোনামনিদের বই পড়তে বা সংগ্রহে রাখতে পছন্দ করে সে।

তাই বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় খুজে বের করেছে শিশুদের স্টল। ৯৯ নং স্টলে বাংলাদেশ শিশু একাডেমিতে এসে হাজির হয়েছে সে।

শুক্রবার বিকেলে স্টলে এসে কবিতা ও ছড়া, গল্পের বইগুলো নেড়ে চেড়ে দেখছে সে। সর্বশেষ শামসুল হকের আমের বোল জামের বোল, জসীম মেহবুবের কান্ন হাসির পান্না হীরে বই দুটি কিনে নেয় সে। তার চাচা উজ্জ্বল বইগুলো কিনে দেন তাকে। পরবর্তীতে তাসফিয়াকে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখান তিনি।

বিকেলে স্টলটিতে দেখা যায়, তাসফিয়ার মতো অনেক ছোট শিশুরা এসে ভীড় জমিয়েছেন শিশু একাডেমির স্টলের সামনে।

স্টলে কর্মরত মহসীন আলী জাগো নিউজকে জানান, এবারের বইমেলায় অনেক সাড়া পাওয়া যাচ্ছে। শিশুদের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে বই পড়ার আগ্রহ তাদের বেড়েছে।

তিনি আরো জানান, প্রাণের মেলায় এবার ৪টি নতুন বই এনেছেন তারা। এসব বইগুলো শিশুদের জন্যই লেখা হয়েছে।

এসএ/এএসএস/এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।