ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে চুমকি
গাজীপুরের কালীগঞ্জে নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডে ডাকাতির ঘটনায় থানায় মামলা (নং ২) দায়ের হয়েছে। ওই ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন ফিলিপ রড্রিক্স বাদী হয়ে অজ্ঞাত ১৮/১৯ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় এ মামলা করেন।
পরে থানা পুলিশ সন্দেহজনকভাবে উপজেলার নাগরী ইউনিয়নের লুদুরীয়া গ্রামের মৃত রমন কস্তার ছেলে খোকা ইউজিন কস্তাকে (৫৫) আটক করেছেন। তাকে শনিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি।
এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, কালীগঞ্জ কাপাসিয়ার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবু সালেহ আহম্মেদ, কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ। এ ঘটনায় পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জাগো নিউজকে জানান, খোকা ইউজিন কস্তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শনিবার আদালত বন্ধ তাই বিচারক কতদিন রিমান্ড মঞ্জুর করেন তা রোববার জানা যাবে।
উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভোল্ড ভেঙে নগদ সাত লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সংগঠিত ওই ডাকাতির ঘটনায় নগদ টাকাসহ প্রায় ১৫/১৬ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি করে ডাকাত দল। ডাকাতিকালে ওই ক্রেডিট ইউনিয়নের দুই নৈশ্য প্রহরী উপজেলার লুদুরীয়া গ্রামের মৃত লরেন্স কস্তার ছেলে মুকুল কস্তা (৫৫) ও তিরিয়া গ্রামের মৃত আন্তনী কস্তার ছেলে আশীষ কস্তার (৩২) হাত-পা বেঁধে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। এসময় ডাকাতরা অফিসের সাতটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ভাঙচুর করে ক্যামেরার রেকর্ড নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আব্দুর রহমান আরমান/এমজেড/আরআইপি