নওয়াজের বাসায় মোদি-দাউদ ইব্রাহীম বৈঠক!


প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

লাহোরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীমের সঙ্গে বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি। শনিবার এমনই দাবি করেছেন ভারতের উত্তর প্রদেশের মন্ত্রী মহম্মদ আজম খান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন ভেঙে পাকিস্তান সফরে যান প্রধানমন্ত্র নরেন্দ্র মোদি। সেখানে তিনি দাউদের সঙ্গেও দেখা করেছেন। প্রধানমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করলে উপযুক্ত তথ্য-উপাত্তও হাজির করবেন বলে জানিয়েছেন আজম খান।

উত্তর প্রদেশের এই মন্ত্রীর দাবি, গত ২৫ ডিসেম্বর লাহোরে নওয়াজ শরিফের পরিবারের সঙ্গে দাউদ ইব্রাহীম উপস্থিত ছিলেন। সেখানেই মোদির সঙ্গে বৈঠকে বসেছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ।

তবে মোদির বিরুদ্ধে আজম খানের এ অভিযোগের পর বিজেপির আক্রমণের মুখে পড়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বিজেপি নেতা সুধাংশু মিত্তাল অখিলেশ যাদবকে অনুরোধ করেছেন আজম খানকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে ফেলার জন্য।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।