বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিচ্ছে মলদোভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

মলদোভা আবারো বাংলাদেশ থেকে জনবল নিয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে প্রথম ধাপে ২৮ শ্রমিককে ভিসাও দেওয়া হয়েছে।

ফলে প্রায় এক দশকেরও বেশি সময় পর দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের কাজ করতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

jagonews24

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজ দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মলদোভা অবশেষে বাংলাদেশি শ্রমিক নিতে সম্মত হয়েছে। প্রথম ব্যাচে ২৮ জন বাংলাদেশিকে মলদোভার ভিসা দেওয়া হয়েছে, যারা অ্যালুমিনিয়াম জানালা তৈরির কারখানায় কাজ করবে।

তিনি বলেন, মলদোভা কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা পেতে আরও ৪০ জন বাংলাদেশি কর্মী অপেক্ষায় রয়েছেন।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।