আদালত চত্বরে নারীকে জুতাপেটার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ আদালতে প্রকাশ্যে এক নারী বিচার প্রার্থীকে জুতা পেটা ও শারীরিক নির্যাতনের ঘটনায় নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ও জামায়াত ইসলামের আইনজীবী সংগঠন জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাইনউদ্দীনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাত ১০ টায় ফতুল্লা মডেল থানায় ওই নারীর দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হয়। মামলার অপর আসামি হলেন ওই নারীর স্বামী আবদুস সাত্তার।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, ঘটনা তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিচার প্রার্থী নাজমা বেগমকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছ। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির কাছে অভিযোগ দায়েরের পর সমিতি সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন এবং আগামী সাত দিনের মধ্যে আইনজীবী সমিতির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু জানান, আইনজীবী সমিতির পক্ষ থেকে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি অ্যাডভোকেট জাকির হোসেন ও মাইনউদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নাজমা বেগম নামে এক নারী বিচার প্রার্থীকে প্রকাশ্যে বেদম মারধর করেছেন। নির্যাতনের শিকার ওই নারী হাসপাতালে ৬ ঘণ্টা অজ্ঞান ছিলেন। গত বৃহস্পতিবার ওই নারী নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি বরাবর বিচার দাবি করে লিখিত অভিযোগ দিয়েছিলেন। উল্লেখ্য, অ্যাডভোকেট জাকির হোসেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকসহ ছাত্রজীবন থেকে দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতিতে জড়িত।
নির্যাতনের শিকার নাজমা বেগমের লিখিত অভিযোগে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কাদিরারটেক ইউসুফগঞ্জ এলাকার ইদ্রিস আলীর মেয়ে নাজমা বেগম তার স্বামী এএম আব্দুস সাত্তারের বিরুদ্ধে দায়ের করা মামলায় গত সপ্তাহের বুধবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধার্য তারিখে আসেন। ওই মামলায় আসামির জামিনের বিষয়ে নাজমা বেগমের আইনজীবী আপত্তি জানায়। আদালত আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। শুনানি শেষে আদালতের বারান্দায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট মাইনুদ্দীন আহম্মেদ তাকে কিল ঘুষি ও মাথায় জুতা দিয়ে আঘাত করে। ওই সময় তাদের নির্যাতনে ওই নারী অচেতন হয়ে পড়লে আদালতের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে ওই নারীর ৬ ঘণ্টা পর জ্ঞান ফেরে।
শাহাদাত হোসেন/এসএস/পিআর