দুটি রাস্তার জন্য দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ
ঝিনাইদহের খড়াশুনি হতে নারানপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও হরিতলা হতে বাগুটিয়া রাস্তা দুটি সংস্কার না হওয়ায় পাঁচ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মন্দির কমিটির সভাপতি দিবদার বিশ্বাস ও সাধারণ সম্পাদক জগেন্দ্রনাথ বিশ্বাস এবং স্থানীয় গ্রামের রনজিৎ পাল বিশ্বাস, খরলা বিশ্বাস, প্রভাতী রানী বিশ্বাসসহ অনেকই জানান, নলডাঙ্গা ইউনিয়নের কয়েক হাজার লোকের চলাচলের একমাত্র এ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই ৭ কিলোমিটার কাঁচা রাস্তা দুটি সংস্কারের জন্য জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দিলেও এখনো সংস্কারের দেখা মেলেনি। কাঁচা রাস্তাটি আসন্ন বর্ষার আগেই ব্রিক সলিন করার দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।
জানা যায়, বর্ষাকালে গ্রামীণ কাঁচা রাস্তা দুটি দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য ও অনুপযোগী হয়ে পড়ে। এই নিয়ে এলাকার সর্বশ্রেণির জনগণের মাঝে ক্ষোভ আর দুঃখ দিনের পর দিন বেড়েই চলেছে। বর্ষার সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে যাতায়তের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়। পাঁচ গ্রামের লোক এ রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি জানালেও রহস্যজনক কারণে ৪৪ বছর ধরে এ হিন্দু অধ্যুষিত এলাকার রাস্তাটি সংস্কার করা হয়নি। 
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার জানান, আমি গত কয়েকদিন আগে হরিতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দরে রাসলীলা অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলাম। রাস্তাটি দেখার পর গ্রামবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি। আমার সাধ্যমত যতটুকু পারি করে দেয়ার চেষ্টা করবো।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, জেলা উপজেলা ও ইউনিয়ন এবং গ্রামীণ সড়কগুলো সংস্কার করার জন্য প্রতি বছর প্রয়োজন প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা। সেখানে সরকারের উন্নয়ন বাজেট আসে সামান্য।
এসএস/পিআর