রাজধানীতে হিজড়াকে গুলি করে হাতুড়িপেটা


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর উত্তরায় টাকা ওঠানোর সময় মানিক ওরফে সেঁজুতি নামের এক হিজড়াকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে রাজউক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

জাগো নিউজকে মাসুমা ওরফে ঝুলি জানান, সকালে উত্তরা ৭নং সেক্টরের রাজউক মার্কেটের পাশে টাকা সংগ্রহের সময় অপরদিক থেকে আসা দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা সেঁজুতিকে গুলি করে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।

ঝুলি জাগো নিউজকে বলেন, ‘স্বপ্না ওরফে খায়রুল নকল হিজড়া। তারা আমাদের টাকা তুলতে দেয় না। আজ যখন আমরা টাকা কালেকশনে যাই তখন তারা মোটরসাইকেলে এসে গুলি এবং হাতুড়ি দিয়ে আঘাত করে।’

গুরুতর আহত অবস্থায় সেঁজুতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জাগো নিউজকে জানান, সেঁজুতির পিঠে, পেটে ও নাভির উপর গুলির চিহ্ন রয়েছে। তিনি ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত স্বপ্না গুলশান-বনানী এলাকার হিজড়াদের সর্দার। তার বিরুদ্ধে নকল হিজড়াসহ, মাদক ব্যবসায়ে জড়িত থাকার মামলা রয়েছে।

উত্তরা পশ্চিম থানার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুস সালাম, ‘ওদের নিজেদের বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জেনেছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নেয়া হয়েছে।’

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।