পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত
পাকিস্তান বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দুজন পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশের শিল্পনগরী গুজরানওয়ালায় এ ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, নিহত ওই দুই পাইলটের নাম মেজর আজহার ও ক্যাপ্টেন আহমাদ।
জেট ফাইটারটির নিয়মিত প্রশিক্ষণের সময় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে এবং তাৎক্ষণিক ওই দুই পাইলট নিহত হন বলে জানিয়েছে আইএসপিআর।
এসএইচএস/এবিএস