ফের করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা পরীক্ষা করে তার শরীরে জ্বর পান। তাদের পরামর্শে আইইডিসিআরের মাধ্যমে টেস্ট করানো হয়।
মঙ্গলবার পাওয়া রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।
তিনি মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন। করোনা আক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন এবং সবার দোয়া চেয়েছেন।
ড. হাছান এর আগেও দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন।
এমএইচআর