শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর শ্রম ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তর থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীসহ দুই অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেএস/জেআইএম