বিসিকে শেখ রাসেল দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৮ অক্টোবর ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) তেজগাঁও বিসিকের প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান বলেন, শহীদ শেখ রাসেল বাংলাদেশের শিশু-কিশোর, তরুণসহ সব শ্রেণি পেশার মানুষের কাছে পরম আদরের নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকারবঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছে।

তিনি বলেন, মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ। এসময় বিসিক ঢাকা জেলা কার্যালয়সহ বিসিকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।