মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
মাদকদ্রব্য ব্যবসায়ীদের জেল জরিমানাসহ কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সার্চ স্কেটিং ক্লাব। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মাদকদ্রব্যের মরন নেশা থেকে যুবসমাজকে রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে `মাদককে না বলুন` এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা থেকে কক্সবাজার ৩৭৬ কিলোমিটার স্কেটিং র্যালি যাত্রার উদ্বােধন উপলক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জানানো হয়, ২০ জন স্কেটারের একটি দল ৯ দিনব্যাপী ঢাকা থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে স্কেটিং ৩৭৬ কিলোমিটার পথ অতিক্রম করে ২০ ফেব্রুয়ারি কক্সবাজার পৌঁছাবে।
মানববন্ধনে সার্চ স্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আলমসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এএস/এমজেড/এমএস