হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্র সিলগালা

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনছাড়া অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণ। অভিযানে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) জাগো নিউজকে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।
তিনি বলেন, মালিবাগ রেলগেট এলাকায় অনুমোদনছাড়া অবৈধভাবে পরিচালিত হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
সুব্রত সরকার শুভ আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সহকারী পরিচালক ও মতিঝিল সার্কেলের পরিদর্শকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে অভিযান টের পেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আ. আজিজ ও অন্যান্য পরিচালকরা পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনাক্রমে অভিযানকালে প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
টিটি/কেএসআর/জিকেএস