জামালপুর শহর যুবলীগের সভাপতি সাময়িক বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বলকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহর যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমান জানান, শুক্রবার রাতে শহরের বকুলতলা এলাকায় জামালপুর পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন আহাম্মেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বল। এ ঘটনায় শনিবার সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জ্বলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জামালপুর জেলা যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল আমিন চাঁন ও সাধারণ সম্পাদক নাঈম রহমানের যৌথ স্বাক্ষরে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।
এছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জামালপুর শহর যুবলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুভ্র মেহেদী/এসএস/এবিএস