বইমেলায় যে রাতের দিন হয় না


প্রকাশিত: ০৭:২৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় এসেছে লেখক ও সাংবাদিক এম উমর ফারুকের উপন্যাস ‘যে রাতের দিন হয় না’। বইটি সোহরাওয়ার্দী উদ্যানে দেশ পাবলিকেশন্সের ৪০৭-৪০৮ নং স্টলে পাওয়া যাচ্ছে।

শরীর শিউরে ওঠার মত গল্প নিয়ে সাজানো বইটি। সামান্য ভুল সিদ্ধান্তের কারণে এক অশুভ ঝড়ের মুখোমুখি হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী মেঘলা। ক্রমেই রোগ-শোকে কাতর মেঘলা চলে যায় অন্ধকারের শেষ ঠিকানায়। ৬৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির মূল্য রাখা হয়েছে ১৪০টাকা।

লেখক এম উমর ফারুক বইটি সম্পর্কে বলেন, ‘যে রাতের দিন হয় না উপন্যাসের গল্পটি প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনার মধ্যে একটি। তবে সমাজের মানুষের চলমান জীবনের নেপথ্যে লুকিয়ে থাকে নানা রকম ঘটনা।’

তিনি বলেন, ‘সমস্যার বেড়াজালে জীবনের প্রতিটি ধাপে-ধাপে জীবনযুদ্ধে জয়হীন সৈনিক মেঘলা। তার প্রথম ভুলটির সমাধান অন্যরকম হতে পারতো। এ জন্য সমাজকে এগিয়ে আসতে হবে।’

এম উমর ফারুক ১৯৯৭ সালে কবিতার মাধ্যমে লেখালেখি শুরু করেন। তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান ও নাটক লেখেন। তিনি ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা তেলীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।