শাহ আমানতে বিমানের সিটের নিচে মিললো সাড়ে ছয় কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২০ পিএম, ১২ নভেম্বর ২০২২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসনিম আহমেদ। উদ্ধার হওয়া স্বর্ণের কোনো বাহক পাওয়া যায়নি বলে জানান তিনি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-১৪৮’ ফ্লাইটে অভিযান চালানো হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটির ‘উইন্ডো ৪ জে’ সিটের নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।