তিস্তা অভিমুখে বাসদের রোডমার্চ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ ও তিস্তা সেচ প্রকল্প চালুসহ বিভিন্ন দাবিতে তিস্তা অভিমুখে রোডমার্চ শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।

সোমবার দুপুর ১২টায় রংপুর প্রেসক্লাব চত্বর থেকে রোডমার্চটি যাত্রা করে। এর আগে সেখানে সমাবেশ করে দলটি।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন ও রীতিনীতি উপেক্ষা করে ভারত উজানে একতরফা পানি প্রত্যাহার করায় তিস্তা মৃতপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে। গত ৩ বছরে কৃষক, ক্ষেতমজুর ও কৃষি জমি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বেকার হয়ে পড়েছে হাজার হাজার মৎস্যজীবী ও মাঝির পরিবার।

একতরফা পানি প্রত্যাহার করায় তা কমতে কমতে আজ শুষ্ক মওসুমে ৩০০/৪০০ কিউসেকে দাঁড়িয়েছে। ভারত কর্তৃক বে-আইনিভাবে পানি প্রত্যাহার করায় একদিকে যেমন সেচ প্রকল্প অচল হয়ে কৃষি বিপর্যস্ত হচ্ছে অন্যদিকে নদী শুকিয়ে যাওয়ায় মাছসহ অন্যান্য জলজ প্রাণি বিলুপ্ত হচ্ছে।
 
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও রংপুর বিভাগীয় সংগঠক কমরেড মঞ্জুর আলম মিঠু, কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সংগঠক কমরেড ওবায়েদুল্লাহ মুসা, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও গাইবান্ধা জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, পঞ্চগড় জেলা সমন্বয়ক অধ্যাপক তরিকুল আলম, বগুড়া জেলা সমন্বয়ক সামছুল আলম দুলু, দিনাজপুর জেলা সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ, ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক মাহবুব আলম রুবেলসহ প্রমুখ।  

রোডমার্চটি রংপুর থেকে তিস্তা ব্যারাজ যাওয়ার পথে বিভিন্নস্থানে পথসভা শেষে বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করবে।

জিতু কবীর/এফএ/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।