বাগেরহাটে ছেলের বই কিনতে গিয়ে মায়ের মৃত্যু


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বাগেরহাটের শরণখোলায় অটোভ্যানে শাড়ীর আচঁল পেঁচিয়ে কাকতি রানী (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে অমিতাভের জন্য বই কিনতে বাজারে যাওয়ার পথে শরণখোলা-মোড়েলগঞ্জ বাইপাস সড়কের উপজেলার খাদা গ্রামের তালুকদার বাড়ি সংলগ্ন এলাকায় এদুঘর্টনা ঘটে।

নিহত কাকতি রানী মালিয়া রাজাপুর গ্রামের অমল চন্দ্র বড়ালের স্ত্রী।

শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া মুঠোফোনে জানান, কাকতি রানী বাড়ি থেকে অটোভ্যানে করে স্থানীয় রায়েন্দা বাজারে যাবার পথে শাড়ীর আচঁল ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এসময় কাকতি রানী রাস্তায় পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শওকত আলী বাবু/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।