শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম ধাপে মাদারীপুরের শিবচরের ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে সোমবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এ সভা অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা আওয়ামী লীগ সভপতি মো. সামসুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- মাদারীপুর -১ (শিবচর) আসনের জাতীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন, বিশেষ অতিথি, মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. সাহাবুদ্দিন আহমেদ, শিবচর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর পৌর সভার বিদায়ী মেয়র আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল লতিফ মুন্সী, সাধারণ সম্পাদক ডা. সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভপতি মো. দুলাল চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রাহা জানান, উপজেলার ১৯টি ইউনিয়নে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১শত জনের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এর মধ্যে ৮০টি মনোনয়ন ফরম জমা পড়েছে। প্রার্থীদের মধ্য থেকে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হবে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি তৃণমূলের পক্ষ থেকে একক প্রার্থী চূড়ান্ত করে উপজেলা আওয়ামী লীগের কাছে পাঠাতে বলা হয়েছে। এতে ইউনিয়ন ব্যর্থ হলে শুক্রবার ১৯ ফেব্রয়ারি উপজেলা আওয়ামী লীগের ১৫ সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করবেন।

মতবিনিময় শেষে ওই ১৫ সদস্যের মনোনয়ন বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবেন। আগামী ২২ মার্চ প্রথম ধাপে সারাদেশের ইউপি নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে ইউনিয়নগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

নাসিরুল হক/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।