দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকরা আমাদের প্রাণশক্তি: প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকরা প্রাণশক্তি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ভলান্টিয়ার সমাবেশে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসকে হৃদয় থেকে ধারণ করেন বলে জানান এনামুর রহমান। তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনা ও দুর্যোগে প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছেন।
স্বেচ্ছাসেবকদের কাজের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রিয় ভলান্টিয়ারদের জন্য দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হতে পেরেছে। ভলান্টিয়াররা হলেন আমাদের প্রাণশক্তি।
সভাপতির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন বলেন, আমরা সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কৃতজ্ঞ। আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে বিশ্বের সবচেয়ে আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ সরঞ্জাম দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২২ উদযাপনের দ্বিতীয় দিন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহানারা খাতুন।
টিটি/জেডএইচ/এএসএম