বাঘায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীর বাঘা উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এইচএসসি পরীক্ষার নতুন একটি কেন্দ্র স্থাপনের দাবিতে সোমবার দুপুরে শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ বাধা দিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার সুযোগ না থাকায় শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয় শরিফাবাদ কলেজে। দুর্ভোগ এড়াতে শাহদৌলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপজেলা সদরে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজে একটি নতুন কেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধে বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জ করে। এতে পুলিশসহ ১০ শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন, বাঘা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) হীরেন্দ্রনাথ, কনস্টেবল মোহাম্মদ তোতা, কলেজ গেটের ব্যবসায়ী সাজদার আমজাদ, শিক্ষার্থী দুর্জয়, মেহেদী, জাকারিয়া, জনি, ফরহাদ, আব্দুল্লাহ ও প্রান্ত। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে শাহদৌলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক জানান, পুলিশের ধাওয়ায় কয়েকজন শিক্ষার্থী অফিসের ভেতরে আশ্রয় নিলে উপ-পরিদর্শক নুরে আলম দুই শিক্ষার্থীকে অফিসের ভেতরেই লাঠি পেটা করে। ফলে এ ঘটনার সূত্রপাত হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব জানান, আগামী এপ্রিল মাসের ৩ তারিখে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নিজ কেন্দ্রের শিক্ষার্থীরা আরেক কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়। এর কারণে নানান দিক দিয়ে বিড়ম্বনায় পড়ে পরীক্ষার্থীরা। যার কারণে উপজেলা সদরে নতুন একটি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বিক্ষোভ করতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। পরে পরিস্থিতি শান্ত হয়।

তবে রাজশাহীর বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের ছত্রভঙ করার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে।

এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয় বলেও জানান ওসি।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।