ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা বাংলাদেশের


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ করবে কি করবে না- তা নিয়ে এখনও বেশ দ্বীধা-দ্বন্দ্বে রয়েছে পাকিস্তান। বিষয়টা পুরোপুরে সরকারের কোর্টে ঠেলে দিয়ে অপেক্ষায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের শঙ্কা ভারতে তাদের ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। এবার খবর প্রকাশ হয়েছে, শুধু পাকিস্তানই নয়, ভারতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় রয়েছে আফগানিস্তান এবং বাংলাদেশও।

ভারতীয় মিডিয়ায় রিপোর্ট প্রকাশ পেয়েছে, কলকাতা পুলিশ, শুধু পাকিস্তানই নয় বাংলাদেশ এবং আফগানিস্তানের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। উপমহাদেশের এই দুটি দলের ক্রিকেটাররা ধর্মীয় উগ্রপন্থী কোন দলের সন্ত্রাসীদ্বারা আক্রমণের শিকার হতে পারে।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। যে কারণে বাংলাদেশকে শুরু থেকেই থাকতে হবে ধর্মশালায়। যদি বাংলাদেশ বাছাইপর্ব উৎরে সুপার টেনে উঠতে পারে, তাহলে মাশরাফিদের কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে কলকাতায়।

জানা গেছে, কলকাতা পুলিশ ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেখানে খেলতে আসা ক্রিকেটারদের, বিশেষ করে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের ক্রিকেটারদের জন্য নিরাপত্তা ব্যবস্থাটা খুব সিরিয়াসলি গ্রহণ করেছে। এ কারণেই কলকাতায় এই তিনটি দলের ক্রিকেটারদের একই হোটেলে রাখার ব্যবস্থা নিয়েছে কলকাতার আয়োজক কমিটি। যে কারণে, তিন দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে।

কলকাতা স্থানীয় আয়োজক কমিটির (কলকাতা ক্রিকেট এসোসিয়েশন) পক্ষ থেকে জানানো হয়েছে, ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ চলাকালে বে-সামরিক এবং আধা-সামরিক বাহিনীর নিরাপত্তাকর্মীদের সঙ্গে স্টেডিয়ামের বাইরে সেনাবাহিনীর ট্যাঙ্ক মোতায়েন থাকবে।  

আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।