জঙ্গি আস্তানা সন্দেহে মহাখালীতে আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২২
হোটেল ইনসাফ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী/ছবি: জাগো নিউজ

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মহাখালীর ইনসাফ নামের একটি আবাসিক হোটেল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক।

ওসি বলেন, রাজধানীর মহাখালীতে অবস্থিত ইনসাফ নামের একটি আবাসিক হোটেল ও মেস ঘিরে রাখা হয়েছে। অভিযান চলমান। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ওসি নূরে আলম সিদ্দিক আরও বলেন, কয়েকদিন ধরে আমাদের কাছে তথ্য ছিল নাশকতার উদ্দেশ্যে জঙ্গিরা আবাসিক হোটেলে অবস্থান করছে। যার ভিত্তিতে আজ সন্ধ্যা থেকে হোটেলের আশপাশে নজরদারি বাড়ানো হয়। রাত ৯টার দিকে মূল অভিযান শুরু হয়।

কাউকে আটক করা হয়েছে কি না, জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘অভিযান চলছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে।’

টিটি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।