চলে গেলেন ক্রিকেটের বিরল রেকর্ডের অধিকারী
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার অ্যান্ডি গ্যান্টিউম বুধবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সান্তা মারিয়াতে মারা গেছেন। ক্যারিয়ারে একটি টেস্ট খেলে একটিতেই সেঞ্চুরি বিরল কৃতিত্ব করেছিলেন তিনি। ৯৫ বছর ২৬ দিন বয়সে পৃথিবী থেকে চির বিদায় নিলেন এ ক্যারিবিয়ান।
১৯৪৮ সালে পোর্ট অব স্পেনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় গ্যান্টিউমের। সেই টেস্টের প্রথম ইনিংসে ১১২ রান করেছিলেন গ্যান্টিউম। তবে ধীরগতিতে ব্যাটিংয়ের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা হয়নি তার। এক টেস্টে ১১২, তাই গড় ১১২। টেস্ট ইতিহাসে ডন ব্র্যাডম্যানের গড় ৯৯.৯৪ চেয়ে বেশি ব্যাটিং গড় একমাত্র তারই। 
গ্যান্টিউমের মৃত্যুর পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান ডেভ ক্যামেরন শোক প্রকাশ করে জানান, সে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম নক্ষত্র ছিলেন। আমরা তার অবদানের কথা চিরকাল স্মরণ রাখবো।
একটি টেস্ট খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিনিদাদের হয়ে ৫০ ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ৫টি শতকে ২ হাজার ৭৮৫ রান করেছেন যার গড় ৩৪.৮১। ক্রিকেটের পাশাপাশি তিনি ফুটবলও খেলতেন। মৃত্যুর আগ পর্যন্ত গ্যান্টিউম ছিলেন জীবিত দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ টেস্ট ক্রিকেটার। জীবিত সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার এখন লিন্ডসে টাকেট। তার বর্তমান বয়স ৯৭ বছর ১২ দিন।
আরটি/এএইচ/পিআর