কাজের কথা বলে ভারতে নারী পাচার, বাধ্য করতেন অনৈতিক কাজে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

ভারতে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম মো. আব্দুস সাত্তার (৩৮)।

সিআইডি জানায়, গ্রেফতার আব্দুস সাত্তার দেশের বিভিন্ন স্থান থেকে অল্পবয়সী নারীদের কাজের কথা বলে ভারতে পাঠান। পরে পাচারকারী চক্র ওই নারীদের শারীরিক নির্যাতনসহ অনৈতিক কাজে বাধ্য করতো।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় এবং সিরিয়াস ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতনদের নির্দেশে এসআই মো. সিরাজ উদ্দীন, এসআই মো. সাগর আহম্মেদ, এএসআই মো. কামরুজ্জামান ও এএসআই ছিদ্দিকুর রহমান বিশেষ অভিযান চালায়। অভিযানে সোমবার যশোরের কোতয়ালী মডেল থানাধীন চাচড়া এলাকা থেকে মানবপাচারকারী আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়।

আজাদ রহমান আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কম বয়সী নারীদের সীমান্তবর্তী জেলা-সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে নিয়ে যেতো। পরে সুযোগ বুঝে অর্থের বিনিময়ে ওই নারীদের সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দেওয়া হতো।

তিনি আরও বলেন, গ্রেফতার আব্দুস সাত্তারসহ অন্যদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সিআইডির মানবপাচার অপরাধ দমন শাখা কাজ করে যাচ্ছে।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।