জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দ ৫৭ হাজার টন চাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জন্য ৫৭ হাজার ৭৩৯ টন ভিজিএফের চাল বরাদ্দ করা হয়েছে। এর আওতায় নিবন্ধিত ও কার্ডধারী জেলে পরিবারকে মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। চার মাস দেওয়া হবে এ চাল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাটকা সম্পৃক্ত ৯৭টি উপজেলায় তিন লাখ ৬০ হাজার ৮৬৯টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ। এর আওতায় আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত চাল দেওয়া হবে।

যেসব উপজেলায় ভিজিএফ বরাদ্দ

ঢাকার দোহার ও নবাবগঞ্জ। মানিকগঞ্জ জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর। মুন্সিগঞ্জ জেলার সদর, শ্রীনগর, লৌহজং, টঙ্গিবাড়ী ও গজারিয়া। ফরিদপুর জেলার সদর, মধুখালী, সদরপুর ও চরভদ্রাসন। রাজবাড়ি জেলার সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ। শরীয়তপুর জেলার জাজিরা, ভেদরগঞ্জ, নড়িয়া ও গোসাইরহাট। মাদারীপুর জেলার সদর, কালকিনি ও শিবচর। চট্টগ্রামের বাঁশখালী, সীতাকুন্ড, সন্দ্বীপ, আনোয়ারা, মীরসরাই ও চট্টগ্রাম মহানগর। ফেনীর সোনাগাজী, নোয়াখালী জেলার সদর, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ। লক্ষ্মীপুরের সদর, রামগতি, রায়পুর ও কমলনগর। চাঁদপুরের সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ। বাগেরহাট জেলার সদর, মোংলা, মোড়েলগঞ্জ, রামপাল, চিতলমারি, শরণখোলা ও কচুয়া।

এছাড়া সিরাজগঞ্জ জেলার সদর, চৌহালি, বেলকুচি, কাজীপুর ও শাহজাদপুর। বরিশাল জেলার সদর, মেহেন্দিগঞ্জ, মুলাদী, হিজলা, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী ও বাকেরগঞ্জ। পিরোজপুরের সদর, মঠবাড়ীয়া, ভান্ডারিয়া, নেছারাবাদ, নাজিরপুর, ইন্দুরকানী ও কাউখালী। পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালি, মির্জাগঞ্জ, দশমিনা ও দুমকি। ভোলার সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা। বরগুনার সদর, আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী এবং ঝালকাঠি জেলার সদর, কাঠালিয়া, নলছিটি ও রাজাপুর।

প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ থাকে। এর মধ্যে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা প্রদান করে থাকে সরকার।

আইএইচআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।