সম্ভাবনা ধরে রাখল আফগানরা
এশিয়া কাপের মূল পর্বে উঠবে একদল। লড়াই চলছে চার দলের মধ্যে। কোন সেই সৌভাগ্যবান দল, যারা সঙ্গী হবে এশিয়ার বাকি চার পরাশক্তি ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং বাংলাদেশের। লড়াইয়ে আপাতত এগিয়ে আরব আমিরাতই। প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। তবে সম্ভাবনা ধরে রেখেছে আফগানিস্তানও। আরব আমিরাতের কাছে প্রথম ম্যাচে হারলেও শেষ দুই ম্যাচে টানা জিতে মূল পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো আফগানিস্তান। শেষ ম্যাচে আজ তারা ৬৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে হংকংকে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে আফগানদের ছুড়ে দেয়া ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১২ রানেই অলআউট হয়ে যায় হংকং। দুই ওপেনার অংশুমান রাথ এভং কিঞ্চিত শাহ ৫৬ রানের জুটি গড়ে জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। ৫৬ রানের মাথায় ব্যাক্তিগত ২৯ রানে (১৯ বলে) শাহ আউট হয়ে গেলে পতন শুরু হয় হংকংয়ের।
৩৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেন অংশুমান রাথ। বাবর হায়াত করেন ১৮ রান। বাকি ব্যাটসম্যানরা ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ১৭.১ ওভারেই অলআউট হংকং। আফগানদের পক্ষে মোহাম্মদ নবী নেন ১৭ রানে ৪ উইকেট। রশিদ খান ও দাওলাত জাদরান নেন ২টি করে উইকেট। ১ উইকেট নেনশাপুর জাদরান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাজিবুল্লাহ জাদরানের ৩৫ বলে ৬০ রানের ইনিংসের ওপর ভর করে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানের স্কোর গড়ে তোলে। ৩৫ বলে ৪৯ রান করেন অধিনায়ক আসগর স্টানিকজাই। ১৪ বলে ২৪ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। হংকং বোলার আজিজ খান ৩৮ রানে নেন ৩ উইকেট।
আইএইচএস/আরআইপি