নকল সরবরাহের অভিযোগে ১২ শিক্ষকের কারাদণ্ড
রাজশাহীর বাঘায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার হলে নকল সরবরাহ করার অভিযোগে ১২ শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা শিমুল আহম্মেদ এ দণ্ডাদেশ দেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রচেষ্টা ৯২ নামের একটি কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, শাপলা খাতুন, সাকিব আলী মোল্লা, আকরাম হোসেন, জিন্নাত আলী, আখতারুজ্জামান, জিল্লুর রহমান রফিকুল, জিল্লুর রহমান, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, জিল্লুর রহমান, সাখাওয়াত হোসেন। এরা সবাই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক এবং ওই কোচিং সেন্টারের শিক্ষক।
এ ব্যাপারে বাঘা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আহম্মেদ জাগো নিউজকে জানান, সকালে বাঘা উচ্চ বিদ্যালয়ে গণিত পরীক্ষা শুরু হলে কেন্দ্রের পার্শ্বে প্রচেষ্টা ৯২ নামের একটি কোচিং সেন্টারের ১২ জন শিক্ষক প্রশ্নপত্র নিয়ে গিয়ে উত্তরপত্র তৈরি করতে থাকেন। এরপর সেখান থেকেই উত্তরপত্রগুলো পাশের কেন্দ্রের পরীক্ষার্থীদের সরবরাহ করা হচ্ছিল।
খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্কুলের ১২ শিক্ষককে আটক করে থানায় নিয়ে নেয়া হয়। আটকরা অপরাধ স্বীকার করায় প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
শাহরিয়ার অনতু/এফএ/এআরএ/আরআইপি