গুলিস্তানের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তান অবস্থিত গোলাপ শাহ মাজারের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> খিলগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তমিজউদ্দিন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মাজারের আশপাশের মানুষের কাছে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।

আরও পড়ুন>> ভুয়া নিয়োগপত্রে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তারা

কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।