কেরানীগঞ্জে নিজ বাসা থেকে মাদরাসা মুহতামিমের গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী পশ্চিম বরিশুর মুসলিমাবাদ কামারপাড়া এলাকার নিজ বাসা থেকে মুফতি আহসান উল্লাহ (৪৭) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
আহসান উল্লাহ জাতীয় ইমাম পরিষদের কেরানীগঞ্জ শাখার সভাপতি, কেরানীগঞ্জ আলেমদের সংগঠন ইফতেফাকুল ওলামা কেরানীগঞ্জ উপজেলা শাখার সহকারী কোষাধ্যক্ষ ও ব্রাহ্মণকিত্তা এলাকার মাহফুজুল কোরআন মাদরাসার মুহতামিম ছিলেন।পাশাপাশি আসবাবের ব্যবসা পরিচালনা করতেন। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন>>> কেরানীগঞ্জে ঘর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার
কেরানীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সিআইডির ক্রাইমসিন সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস