আশুগঞ্জের নতুন পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অধীনে দুই হাজার একশ কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টা দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন তিনি।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল, ইসিএ ব্যাক্ড প্রজেক্ট ফাইনান্সের অর্থায়নে এ পাওয়ার প্লান্টটি নির্মাণ করা হয়েছে। নতুন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু করে নির্ধারিত সময় ২০১৫ সালের এপ্রিল মাসে ১৫০ মেগাওয়াট ক্ষমতার সিম্পল সাইকেল বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বাকি ১৭৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ইউনিট ২০১৫ সালের ডিসেম্বর মাসে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, দেশের চলমান বিদ্যুৎ চাহিদা মেটাতে আশুগঞ্জের এ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুতের সমস্যা অনেকটাই কমে যাবে।
আজিজুল আলম সঞ্চয়/বিএ