পিএসএলে কোচ হলেন পেইন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ৩১ জানুয়ারি ২০২৬

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

৪১ বছর বয়সী পেইন এর আগে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গত দুই বছর ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে প্রধানমন্ত্রীর একাদশ দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়াকে ২৩ টেস্টে নেতৃত্ব দিয়েছেন পেইন। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তার নেতৃত্বে ১১টি টেস্টে জেতার পাশাপাশি পরাজিত হয়েছে ৮টিতে।

২০২১ সালের নভেম্বরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এক সহকর্মীর সঙ্গে অতীতের বার্তা বিনিময় সংক্রান্ত তদন্তের পর। এরপর আর খেলা হয়নি অস্ট্রেলিয়ার হয়ে।

২০২২-২৩ মৌসুমে রাজ্য ক্রিকেটে অংশ নেন এই উইকেটকিপার ব্যাটার। এবং সেই মৌসুম শেষে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন।

সিয়ালকোট স্ট্যালিয়নজের কোচ হিসেবে পেইনের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। আগামী ১১ ফেব্রুয়ারি পিএসএলের প্রথম নিলামে তাকে একেবারে নতুন করে দল গঠন করতে হবে। এরপর ২৬ মার্চ শুরু হতে যাওয়া নতুন মৌসুমে দলটির দায়িত্ব সামলাবেন তিনি।

২০২৬ মৌসুমে পিএসএলে যুক্ত হওয়া দুটি নতুন দলের একটি হলো সিয়ালকোট স্ট্যালিয়নজ। অন্যটি হায়দরাবাদ নামের একটি ফ্র্যাঞ্চাইজি। এর আগে জেসন গিলেসপিকে হায়দরাবাদের কোচ এবং লুক রঙ্কিকে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।