দ্রুত ভূমি সেবা নিশ্চিতে মতিঝিলে গণশুনানি
ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মতিঝিলে।
রোববার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
রোববার সকালে মতিঝিল রাজস্ব সার্কেল ভূমি অফিসের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন্নেছা।

সহকারী কমিশনার (ভূমি) জানান, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় আয়োজিত জনবান্ধব এ কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ জনগণের দোরগোড়ায় আমরা ভূমি সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সরকারি ভূমি অফিসে সঠিক ও দ্রুত সেবা পায়, সে লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই গণশুনানির।
আরও পড়ুন: ‘ভূমি আইন পাস হয়েছে’ খবরটি গুজব: মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সেবা গ্রহীতাদের অভিযোগ সরাসরি শোনা ও নিষ্পত্তি এবং দ্রুত মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য প্রতিটি সরকারি দপ্তরে গণশুনানি গ্রহণের নির্দেশ দেন। এরই আলোকে প্রতি সপ্তাহের বুধবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএমএম/এমএইচআর/জেআইএম