বোয়ালখালীতে থ্রি-হুইলারের সঙ্গে ট্যাক্সির সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ২৬ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পু (থ্রি-হুইলার) ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে মো. জসিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

জসিম বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রঞ্জু টেন্ডল বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালী গোমদণ্ডী সংলগ্ন এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী ফুলতল মোড় থেকে আসা ট্যাক্সির সঙ্গে শাকপুরা থেকে আসা টেম্পুর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্যাক্সি যাত্রী এক শিশু, এক নারী ও একজন পুরুষ আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া জাগো নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতারে আনা হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই আশঙ্কাজনক ছিলেন।

চমেক হাসপাতালে দায়িত্বপালনকারী নগরীর পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, বুধবার রাত ৮ টার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জসিমকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।