গাঁজা-ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

৪৪ কেজি গাঁজা ও এক হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন মো. মানিক আলী (৩৩), মো. সজীব মিয়া (২২), মো. হান্নান (২৫), মো. সুজন (২৪) ও জাহিদুল ইসলাম (৪১)। তাদের থকে একটি মোবাইল ও মাদক বিক্রির আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
এতে বলা হয়, বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি দল ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সায়েদাবাদে অপর একটি অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সীমান্ত হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা হয়েছে।
আরএসএম/জেডএইচ/জেআইএম