বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, কলেজছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া) এক্সপ্রেসওয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে শ্রাবণ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শ্রাবণ রাজধানীর দক্ষিণ খানের ফায়দাবাদের চৌরিটেক এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শ্রাবণের বন্ধু নাহিদ জাগো নিউজকে জানান, শ্রাবণ উত্তরার ইউনাইটেড কলেজের শিক্ষার্থী। বাইক নিয়ে মাওয়া ঘুরতে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে শ্রাবণ গুরুতর আহত হয়। এরপর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।