বঙ্গবন্ধু টানেলের পিডি হারুনুর রশীদের চুক্তির মেয়াদ বাড়লো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) তার চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের প্রকল্প পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রকৌশলী মো. হারুনুর রশীদ চৌধুরীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ৫ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
অন্য এক আদেশে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। আগের শর্তে গত ১ জানুয়ারি থেকে আগামী ৩০ জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
এছাড়া বাস্তবায়নাধীন ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবার ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)’ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মহিরুল ইসলামের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। এজন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরএমএম/এমকেআর/এএসএম