দেশে ফিরেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সব খোয়ালেন নাজমা

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক প্রবাসী নারী ও এক যুবক। ভুক্তভোগীরা হলেন- দুবাই প্রবাসী মোছা. নাজমা আক্তার (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩৮)। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
নাজমা আক্তারকে ঢামেকে নিয়ে আসা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার বলেন, আমরা খবর পেয়ে সরকারি কর্মচারী হাসপাতালের পেছনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তার পাকস্থলী ওয়াশ করে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আরও পড়ুন>>রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যুবকের লাখ টাকা খোয়া
তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি নাজমা আক্তার দুবাই প্রবাসী। আজকেই তিনি জরুরি কাজে দেশে আসেন। এয়ারপোর্টে নেমে গাড়িতে আসার সময় অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে জুস খাইয়ে তার কাছে থাকা টাকা, পাসপোর্টসহ সব মালামাল নিয়ে যান। তিনি নারায়ণগঞ্জের মো. হুমায়ুন কবিরের স্ত্রী।
অপরদিকে বঙ্গবাজারের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে ভর্তি করা হয়।
আরও পড়ুন>>পাসপোর্ট-লাগেজ হাতে ছদ্মবেশে থাকতো অজ্ঞানপার্টি
তাকে ঢামেকে নিয়ে আসা পথচারী মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, আমরা জানতে পেরেছি তিনি গাজীপুর থেকে একটি বাসে ঢাকায় আসছিলেন। পথে বাসের মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে টাকা-পয়সা, মোবাইলসহ সবকিছু নিয়ে যান। তার কাছে শুধু একটি সিম পাওয়া গেছে। পরে পচেতন অবস্থায় আমরা তাকে ঢামেকে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী আল-আমিন/ইএ/এএসএম