গুলিস্তান সুন্দরবন স্কয়ারে ৫০০ অবৈধ দোকান, সত্যতা পেলো দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূতভাবে অবৈধ পাঁচ শতাধিক দোকানঘর গড়ে তোলার অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট ইউনিট ওই মার্কেটে অভিযান পরিচালনা করে। টিম সরেজমিন পরিদর্শনকালে প্রাপ্ত নকশা যাচাই বাছাই করে। এসময় টিম গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূতভাবে পাঁচ শতাধিক দোকানঘর গড়ে তোলার অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।

এরপর এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এনফোর্সমেন্ট ইউনিট। তিনি এনফোর্সমেন্ট ইউনিটনকে জানান, নকশা বহির্ভূতভাবে পঞ্চম তলার অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২২ সালে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। টেকনিক্যাল কমিটি প্রতিবেদন দিলে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোর বিষয়ে কার্যক্রম নেওয়া হবে বলে টিমকে অবহিত করেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট ইউনিট।

এসএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।