রাজধানীতে লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে ১ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ১০০টি জাল নোট, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. বাদল মোল্লা ওরফে বাদল (৪৮) ও মো. মাসুম মিয়া (৩৩)। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে এক লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ মো. বাদল মোল্লা ওরফে বাদল (৪৮) ও মো. মাসুম মিয়া (৩৩) নামে দুইজন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে।
র্যাব জানায়, তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা রয়েছে।
আরএসএম/এমআরএম/এমএস