রাজধানীতে লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে ১ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ১০০টি জাল নোট, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. বাদল মোল্লা ওরফে বাদল (৪৮) ও মো. মাসুম মিয়া (৩৩)। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১০।

Rab2.jpg

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে এক লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ মো. বাদল মোল্লা ওরফে বাদল (৪৮) ও মো. মাসুম মিয়া (৩৩) নামে দুইজন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা রয়েছে।

আরএসএম/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।