রূপসা রেলসেতু পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

দুদিনের সফরে খুলনা বিভাগে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সফরে তিনি ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বে নির্মিত কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন। এরই অংশ হিসেবে সফরের প্রথমদিন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তিনি রূপসা রেলসেতু পরিদর্শন করেছেন।

শুক্রবার বিকেলে তিনি রূপসা রেলসেতু পরিদর্শন করেন।

আরও পড়ুন>> ভারতীয় ভিসা আবেদন সহজ করতে আইভ্যাকের পাশেই ভিএএফসি চালু

রূপসা রেলসেতু, যেটি বাংলাদেশ সরকারকে দেওয়া ভারত সরকারের লাইন অব কনসেশনাল ক্রেডিটের (নমনীয় শর্তে ধারাবাহিক ঋণ) মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ১৬৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত সেতুটি সমগ্র উপ-অঞ্চলের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা বাড়াবে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী ভারত। দেশটি এরই মধ্যে বাংলাদেশকে প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলারের (এলওসি) প্রতিশ্রুতি দিয়েছে। রূপসা রেলসেতু সেই প্রতিশ্রুতির একটি উদাহরণ।

আরও পড়ুন>> বাংলাদেশে বিমানবন্দর তৈরি ও পরিচালনা কাজে সহযোগিতায় আগ্রহী ভারত

রূপসা রেলসেতু খুলনা-মোংলা বন্দরে পণ্য পরিবহনে সুবিধা দেবে। এ অঞ্চলের কৃষকদের কৃষিজাত পণ্যসহ স্থানীয় ব্যবসার জন্য বাজারে প্রবেশাধিকার উন্নত করবে। এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন শিল্প বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন>> পূর্বাঞ্চলের তিন রুটে চালু হচ্ছে নতুন তিন জোড়া ট্রেন

এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।