মধ্যরাতে পাহাড়তলী বাজারে পুড়লো ৫০ দোকান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

 

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজারে মধ্যরাতে আগুনে পুড়লো ৫০টিরও বেশি দোকান। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

fire-ctg-(1).jpg

আরও পড়ুন: চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জাগো নিউজকে বলেন, পাহাড়তলী কাঁচাবাজারে আমরা আগুন লাগার খবর পাই রাত ১২টা ১০ মিনিটে। এতে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ছয়টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

fire-ctg-(1).jpg

আরও পড়ুন: ৫৩ ঘণ্টা পর নিভলো লাগেজ কারখানার আগুন, ক্ষতি ‘দেড়শ কোটি’

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন বিভিন্ন প্রকৃতির ৫০টি দোকান পুড়ে গেছে।

ইকবাল হোসেন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।