চট্টগ্রামে ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে প্রাইভেটকারযোগে আনোয়ারা-বাঁশখালী রোড হয়ে নগরীতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৭।
গ্রেফতাররা হলেন- কক্সবাজারের টেকনাফ থানাধীন গোদারব্রিজ এলাকার আবদুল গফুরের ছেলে মো. শফিক আলম (৩৫), চকরিয়া থানাধীন রামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুল্লাহ মেজবাহ (৩০), একই থানাধীন উত্তর হারবাং গ্রামের মৃত তাজুর মুল্লূকের ছেলে মো. আবু তাহের (৫৫) এবং একই গ্রামের মৃত কাদির হোসেনের মেয়ে সামসুন্নাহার (৪৫)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
ইকবাল হোসেন/জেএইচ/জিকেএস