শাহজালাল বিমানবন্দর
বিদেশির কাছ থেকে টাকা নেওয়া আনসার সদস্য প্রত্যাহার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি পর্যটকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক আনসার সদস্যের বিরুদ্ধে। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে অভিযুক্ত আনসার সদস্য রাশেদকে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন>>বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা ধর্ষণ মামলার আসামি
ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি পর্যটক অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট নিয়ে ভুলে আন্তর্জাতিক টার্মিনালে চলে যান। তখন বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য রাশেদ (আনসার) তাকে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেন। তাকে অভ্যন্তরীণ টার্মিনাল পর্যন্ত পৌঁছে দেন রাশেদ। একপর্যায়ে ওই বিদেশি পর্যটকের কাছে টাকা দাবি করেন তিনি। সেই বিদেশি তাকে টাকাও দেন। তবে তিনি গোপনে তার ক্যামেরায় এ দৃশ্য ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন তিনি।
আরও পড়ুন>>বিমানবন্দরে চাকরির আড়ালে ইরানে মানবপাচার
এ ঘটনার পর রোববারই অভিযুক্ত রাশেদকে প্রত্যাহার করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) সব জিনিসপত্র নিয়ে তিনি ব্যারাক ত্যাগ করেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘ওই বিদেশি পর্যটকের কাছে ভিডিওক্যামেরা ছিল। তিনি পুরো ঘটনার ভিডিও টিকটকে ছেড়ে দেন। তখন ভিডিওটি ভাইরাল হয়। এমন ঘটনায় বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে নেতিবাচক মনোভাব তৈরি হবে। এ কারণে গতকাল (৫ ফেব্রুয়ারি) তাকে বিমানবনব্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে তাকে তার সব জিনিসপত্র নিয়ে এভসেকের আনসার ব্যারাক থেকে প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনসার বাহিনীকে জানানো হচ্ছে।’
এমএমএ/ইএ/এমএস