চিরকুটের আয়োজনে গাইলেন পান্থ কানাই
বহুদিন হতে চলে গানে নেই জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই। মাঝেমধ্যে তার দেখা মেলে কনসার্ট-টিভিতে।
তবে এই শিল্পীর ভক্তদের জন্য সুখবর হলো নতুন করে আবারো গানে ব্যস্ত হয়ে উঠছেন পান্থ কানাই। দীর্ঘ বিরতির পর সম্প্রতি এশিয়া কাপের থিমসংয়ে কন্ঠ দিয়েছেন।
এবার কন্ঠ দিলেন জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট ব্যান্ডের কম্পোজিশনে। চিরকুটের ফেসবুক পেইজ থেকে জানা গেল, পান্থ’র গাওয়া গানটির শিরোনাম ‘ঢোল’। আর চিরকুটের সঙ্গে এটিই শিল্পীর প্রথম গান।
চিরকুট সূত্রে আরো জানা গেল, ডেইলি স্টারের ‘সেলিব্রেটিং লাইফ’ প্রজেক্টের অংশ হিসেবে গানটি করা হয়েছে। গতকাল শনিবার, ২৭ ফেব্রুয়ারি রাতে চিরকুটের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
পাশাপাশি সম্প্রতি ‘আমেরিকান ড্রিমস’ শিরেনামের একটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। এতে ‘হায়রে গণি মিয়া’ শিরোনামের একটি গান থাকবে। এ গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি পর্দায় ঠোঁট মেলাবেন এ তারকা সংগীতশিল্পী।
ইতোমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। কবির বকুলের কথায় এ গানের সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গতকাল রাজধানীর মগবাজারে ভেলোসিটি স্টুডিতে এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এ চলচ্চিত্রে অভিনয় করবেন- পপি, সায়মন ও আইরিনসহ আরো অনেকে।
প্রসঙ্গত, ২০০১ সালে প্রকাশিত হয় পান্থ কানাইয়ের প্রথম অ্যালবাম মা। এ ছাড়াও তার উল্লেখ্যযোগ্য অ্যালবাম হলো- আদম হাওয়া (২০০১), মন কারিগর (২০০২) প্রভৃতি।
এলএ/পিআর